Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জনগণকে সাহস দিলেও মোদিই যাচ্ছেন না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এর থাবা পড়েছে দেশ ভারতেও। ভাইরাসটি বিশ্বজুড়ে প্রায় তিন হাজার মানুষের প্রাণ কাড়লেও এতে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ মঙ্গলবারের ওই বক্তব্যের মাত্র একদিন পরই জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হোলি মিলনে অংশ নিচ্ছেন না তিনি। বুধবার এক টুইটবার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী লেখেন, ‘করোনার সংক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা ভিড়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই আমিও এ বছর হোলি মিলন অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এর একদিন আগেই তিনি ভারতবাসীকে সাহস দিয়ে বলেছিলেন, ‘আতঙ্কের কোনো কারণ নেই। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যথেষ্ট সতর্কতা নেয়া হয়েছে। সবাইকে একযোগে কাজ করতে হবে।’ তবে বুধবার ভাইরাস আতঙ্কের কারণে নিজেই হোলির অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলেন এ বিজেপি নেতা। এনডিটিভি।



 

Show all comments
  • Ali hussain ৫ মার্চ, ২০২০, ৭:৪৪ এএম says : 0
    আপনার বাংলাদেশে আসাটাও জনগন কামনা করেনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ