বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর মোহনপুরে স্বামীর পরকীয়া প্রেমে বাধা ও যৌতুকের জন্য স্ত্রী শিরিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মামুন রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। পালিয়েছে শাশুড়ি। নিহতের ভাই হাসেন আলী বাদি হয়ে মোহনপুর থানায় স্বামী ও শ^াশুড়িকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামুন পুলিশের কাছে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। মামুন রশীদ পেশায় ট্রাকচালক। পুলিশ নিহত শিরিনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, মোহনপুর উপজেলার সাকাঁয়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে মামুন রশীদের (৩২) সাথে একই গ্রামের আবুল কাশেমের মেয়ে শিরিনা বেগমের (৩০) বিয়ে হয়। এদিকে সোমবার সন্ধ্যার পর মামুন রশীদ তার ৮ বছরের মেয়েকে নানীর কাছে ও ৪ বছরের ছেলেকে মামা জাহাঙ্গীরের বাড়িতে রেখে যান।
নিহত গৃহবধূ দুই সন্তানের জননী ছিলেন। স্ত্রী শিরিনা প্রায়ই স্বামীকে পরকীয়ায় বাধা দিয়ে আসতো। এ নিয়ে উভয়ের মধ্যে কলহ সৃষ্টি হয়। নিহত গৃহবধূর মামাতো ভাই আশরাফুল ইসলাম জানান, পরকীয়া প্রেমে বাধা ও যৌতুকের জন্য প্রায়ই তার বোন শিরিনাকে নির্যাতন করত। বোনের সুখের জন্য যৌতুক হিসেবে অনেক টাকা দেয়া হয়েছে । তারপরেও যৌতুকের জন্য আবারও চাপ সৃষ্টি করে। এর জের ধরে গত সোমবার মধ্যরাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ায় শিরিনাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী মামুন। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামীকে গ্রেফতারের পর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।