প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী সারিকা এখন অভিনয় কমিয়ে দিয়েছেন। বেছে বেছে ভালো মানের নাটক ও টেলিফিল্মে কাজ করেন। ফলে তাকে অভিনয়ে খুব বেশি দেখা যায় না। সারিকা বলেন, গল্পে নতুনত্ব না থাকলে কাজ করতে ইচ্ছে করে না। তাই গতানুগতিক গল্প কিংবা চরিত্রের কাজ করতে চাই না। একটা সময় ভালো-মন্দ অনেক গল্পের নাটকে কাজ করতে হয়েছে। কিন্তু এখন এ পর্যায়ে এসে সব ধরনের কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেছে বেছে ভালো গল্পের কাজ করার চেষ্টা করছি। নতুনত্ব আছে এমন গল্প ও চরিত্র খুঁজছি। দর্শকের হৃদয়ে নাড়া দেবে এমন গল্পে অভিনয় করতে চাই। সারিকা বলেন, শুটিংয়ের বাইরের সময়টা আমার মেয়েকে দেই। শুটিং শেষে বাসায় ফিরে যাই। এর বাইরে কোথাও আড্ডা দেয়া হয় না। শুটিং শেষ করে মেয়ের সঙ্গে সময় কাটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এ এক অন্যরকম অনুভ‚তি। ওর কাছে গেলে আমার সব কষ্ট যেন দূর হয়ে যায়। সময় যে কখন যায় টেরই পাই না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।