Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা, কামড় দিয়ে জিহ্বা কেটে নিল ধর্ষকের

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ৪:৩২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষনের চেষ্টা কালে ধর্ষকের জিহ্বা কামড় দিয়ে কেটে নিল ধর্ষিতা । ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত একটার সময় উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিন হাটি গ্রামে । এ ঘটনায় আহত ধর্ষক সাগর মন্ডলকে মিটফোট হাসপাতালে ভর্তিকরা হয়েছে ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিন হাটি গ্রামে একটি বিয়ের আয়োজন চলছিল ওই সুযোগে দক্ষিন হাটি গ্রামের মৃত: শুকলাল মন্ডলের ছেলে সাগর মন্ডল(৪৪) একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে ডোকে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা করে । জোরাজুরির একপর্যায়ে ওই গৃহবধু কামড় দিয়ে ধর্ষকের ১ ইঞ্চি মতো জিহবা কেটে ফেলে । আহত অবস্থায় ধর্ষক সাগর মন্ডলকে ঢাকা মিটফোট হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
গৃহবধু বলেন, সাগর রাত ১টার দিকে আমার ঘরে ঢুকে জোর করে আমাকে ধর্ষন করার চেষ্টা করে। তাই আমি কামড় দিয়ে তার জিহ্বা কেটে দিয়েছি।

শেখরনগর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি,গৃহবধু কামড় দিয়ে প্রায় ১ ইঞ্চির মতো জিহ্বা কেটে ফেলেছে এবং থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।

সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন জানান,বিষয়টি আমি অবগত আছি, ধর্ষক সাগর মন্ডলের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে ।



 

Show all comments
  • Razu ১ মে, ২০২১, ১২:৩৫ এএম says : 0
    Kamer moto kam korse
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ চেষ্টা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ