Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপনে রাবি ছাত্রীর ভিডিও ধারণ, যুবক আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:৪৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে রায়হান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সিরাজী ভবনের তৃতীয় তলায় বাথরুমে যাওয়ার পর ভিডিও ধারণ করে রায়হান। বাথরুম থেকে বের হওয়ার পর বিষয়টি বুঝতে পারেন ওই শিক্ষার্থী। বন্ধুদের বিষয়টি সম্পর্কে জানালে তারা ওই যুবককে আটক করে মারধর করে। পরে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, অভিযুক্ত ওই যুবক এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এখনও এই বিষয়ে কোন মামলা হয়নি।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, আমি যতটুকু জানি ওই যুবক একজন বহিরাগত। সে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বলে দাবি করেছে। তার বাড়ি নওগাঁ জেলায়। বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ