Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ফেব্রুয়ারিতে বিও হিসাব বেড়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০২ এএম

শেয়ারবাজারে বিনিয়োগের জন্য নতুন বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার প্রবণতা কমেছে। চলতি বছরের দ্বিতীয় অর্থাৎ ফেব্রæয়ারি মাসে পুরুষ এবং দেশি বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের জন্য সাড়ে ৮’শ বিও হিসাব খুলেছে। অপরদিকে মাসটিতে নারী ও বিদেশী বিনিয়োগকারীরা ৭’শর বেশি বিও হিসাব বন্ধ করেছে। আর কোম্পানির বিনিয়োগকারীরা ৭৩টি বিও হিসাব খুলেছে। সব মিলিয়ে ফেব্রæয়ারিতে ১৪৪টি বিও হিসাব বেড়েছে।
জানা গেছে, জানুয়ারি মাসের শেষ কার্যদিবস শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২৫ লাখ ৭৮ হাজার ৫০৩টি। আর ফেব্রæয়ারি মাসের শেষ কার্যদিবস শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৬৪৭টিতে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ