বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পঞ্চগড়ে বিরোধীয় জমিতে বাঁশের বেড়া দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রবিয়াল হোসেন (৩৬) নামের দিনমজুর নিহত হয়েছেন। ওই সংঘর্ষে আহত হয়েছেন আরো ৮ জন। আহতদের পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার পঞ্চগড় সদর উপজেলার শিংরোড দেওনিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিংরোড দেওনিয়াপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক ও প্রতিবেশী নুর মোস্তফার মধ্যে ৬২ শতক জমি নিয়ে দ্ব›দ্ব চলে আসছিল। এ নিয়ে আদালতে নুর মোস্তফার করা একটি মামলা চলমান রয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিরোধীয় জমিতে নুর মোস্তফা ১৫-২০ জন লোক নিয়ে বাঁশের বেড়া দিতে যায়। এ সময় আবু বক্কর সিদ্দিক ও তার পরিবারের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আবু বক্করের ভাতিজা রবিয়ালের মাথা মারাত্মকভাবে জখম হয়। আহত হন আবু বক্কর সিদ্দিক (৫৫), তার স্ত্রী নীলিমা আক্তার (৪৫), মেয়ে উম্মে কুলসুম (৩০), ভাতিজা জহিরুল ইসলাম (৩২), রবিউল ইসলাম (৪০)। অপরপক্ষের আহত হন নুর মোস্তফা (৬৫), তার স্ত্রী খুকী বেগম (৫৫) ছেলে ফরিদুল ইসলাম (১৮)। আহতদের স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিয়ালকে মৃত ঘোষণা করেন। অন্যান্যদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এরই মধ্যে নুর মোস্তফা, তার স্ত্রী খুকী ও ছেলে ফরিদুলসহ তাদের পক্ষের ৭ জনকে আটক করেছে পুলিশ।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ভারি কোনো বস্তু দিয়ে মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। অন্যান্য আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহমদ বলেন, আমরা জেনেছি মাত্র ৪ শতক জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং নুর মোস্তফাসহ আসামি পক্ষের ৭ জনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।