মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইদলিবে সিরিয়ার সাথে যুদ্ধরত তুরস্কের সাথে ক্রমেই উত্তেজনা বাড়ছে রাশিয়ার। সিরিয়ার সরকারি বাহিনীকে সহায়তা দিয়ে আসছে রাশিয়া। যার ফলে দেশটির সাথে সংকট দেখা দেয় তুরস্কের।
সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ তাসকে দেয়া এক সাক্ষাতকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার কারো সাথে যুদ্ধে যাওয়ার পরিকল্পনা নেই। তবে মস্কোর সাথে বিরোধে জড়িত দেশগুলোকে থামাতে কাজ করছে রাশিয়া। গত কয়েক দিন ধরে তুরস্কের সাথে শুরু হওয়া উত্তেজনার মধ্যেই এ কথা জানায় রাশিয়া।
এদিকে সোমবার ইদলিবে তুর্কি ড্রোন হামলায় ১৯ সিরিয়ান সেনা নিহত হয়েছে। এছাড়া রোববার দুটি সিরিয়ান যুদ্ধ বিমান ভূপাতিত করে তুরস্ক।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এর মতে, এই হামলাগুলো একটি সামরিক কনভয় অন্যটি সেনা ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। এরই মধ্যে উভয় পক্ষে ক্রমেই বাড়ছে সহিংসতা।
এদিকে, সিরিয়ার মিত্র রাশিয়া এঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে এর ফলে সিরিয়ার আকাশসীমায় তুর্কি বিমানের নিরাপত্তার বিষয়টি রাশিয়া দেখবে না। বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হওয়ার পর থেকেই ইদলিবে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তুরস্ক ও সিরিয়ার এ যুদ্ধে যেকোন মুহূর্তে রাশিয়া জড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।