বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর হালিশহর থানার বড়পোলে একটি কলোনিতে অগ্নিদগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন।
রোববার গভীর রাতে হাজী জহিরুল ইসলামের সেমিপাকা কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনার মোহন (৩৫) ও চাঁদপুরের কচুয়ার জাকির হোসেন (৩৫)।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের স্টেশন অফিসার কফিল উদ্দিন জানান, অগ্নিদগ্ধ কবির হোসেন নামে একজনকে চট্টগ্রাম মেডি্ক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর ইউনিটের গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মরতরা। তারা বলছেন, তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
মুখোমুখি দুই লাইনের ওই ব্যাচেলর কলোনিতে যাতায়াতের জন্য ১টি মাত্র সরু পথ ছিল। আগুন লেগে গেলে অনেকে বের হয়ে আসতে পারলেও বাসার ভেতর আটকে পড়েন তিনজন। আগুন নিয়ন্ত্রণে আনার পর মোহন ও জাকিরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। দগ্ধ কবিরকে পাঠানো হয় হাসপাতালে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।