মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কৃষ্ণাঙ্গ অধ্যুষিত সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে বিপুল ব্যবধানে জিতে ডেমোক্রেট পার্টির মনোনয়ন দৌড়ের মূল প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম তিন অঙ্গরাজ্যের ককাস ও প্রাইমারিতে তার ভোটপ্রাপ্তির হার ছিল খুবই কম। শনিবার সাউথ ক্যারোলিনাতে ডেমোক্রেট ভোটারদের ৪৮ দশমিক ৪ শতাংশের সমর্থন তিনি পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি। আগের ককাস ও প্রাইমারিগুলোতে প্রাধান্য বিস্তার করা বামঘেঁষা বার্নি স্যান্ডার্স হয়েছেন দ্বিতীয়। পেয়েছেন ১৯ দশমিক ৯ শতাংশের সমর্থন। তবে চার অঙ্গরাজ্যের লড়াই শেষে ডেলিগেট বা প্রতিনিধি সংখ্যা বিবেচনায় ভারমন্টের সিনেটর স্যান্ডার্স এখনও শীর্ষে। সাউথ ক্যারোলাইনার বিশাল জয় বাইডেনকে এ তালিকার দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে। মঙ্গলবার ‘সুপার টুইসডে’তে একসঙ্গে ১৪টি অঙ্গরাজ্যে ভোট হবে। সেখানেই নির্ধারিত হবে এক হাজার ৩৫৭ প্রতিনিধির মধ্যে কার ঝুলিতে কতগুলো যাচ্ছে। এরপরই দলীয় মনোনয়ন দৌড়ে কোন কোন প্রার্থীর অবস্থান ভালো, তা পরিষ্কার হবে। চূড়ান্তভাবে মনোনীত হতে হলে লড়াইয়ে থাকা প্রার্থীদের কাউকে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসে বন্টিত মোট তিন হাজার ৯৭৯ প্রতিনিধির মধ্যে অন্তত এক হাজার ৯৯১ জনের সমর্থন অর্জন করতে হবে। কেউ এই সংখ্যক সমর্থন না পেলে জুলাইয়ে ডেমোক্রেট পার্টির সম্মেলনে ডেলিগেট ও সুপার ডেলিগেটরা মিলে প্রার্থী চূড়ান্ত করবেন। ডেমোক্রেট পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট- ভাইস প্রেসিডেন্ট, কংগ্রেসের দুই কক্ষের সাবেক ও বর্তমান শীর্ষ নেতা, দলীয় সম্মেলনের সাবেক চেয়ারম্যানরা, বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর, কংগ্রেস ও সিনেটে নির্বাচিত ডেমোক্রেট আইনপ্রণেতারা এবং দলের বিভিন্ন অঙ্গরাজ্যের শীর্ষ নেতারাই মূলত এ সুপার ডেলিগেটের মর্যাদা পাবেন। এ নিয়ে তৃতীয়বার ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার জন্য লড়ছেন বাইডেন। এবারের দৌড়ে শনিবার সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতেই বাইডেন প্রথম জয় পেলেন। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বিজয়ী ভাষণে তিনি সুপার টুইসডেতেও ভালো ফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। “কয়েকদিন আগেও গণমাধ্যম এবং পন্ডিতরা আমাদের প্রচারণাকে মৃত ঘোষণা করেছিল। এখন, ধন্যবাদ দিচ্ছি আপনাদের, যাদের কারণে, যারা ডেমোক্রেট পার্টির হৃদয়, তাদের কারণে আমরা জিতেছি। আমরা বড় ধরনের জয় পেতে যাচ্ছি,” বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট। শনিবারের প্রাইমারিতে তৃতীয় হয়েছেন ধনকুবের টম স্টেয়ার। চারটি অঙ্গরাজ্যের মধ্যে সাউথ ক্যারোলাইনাতেই তুলনাম‚লক সবচেয়ে ভালো করলেও স্টেয়ার শিগগিরই মনোনয়ন দৌড় থেকে নিজেকে সরিয়ে নেবেন বলে মনে করা হচ্ছে। হেজ-ফান্ডের এ ব্যবস্থাপক সরে দাঁড়ালে ডেমোক্রেট মনোনয়ন লড়াই সাতজনে এসে ঠেকবে। আইওয়া ককাস ও নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে ভালো ফল করা পিট বুটিগিগ সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে চতুর্থ হয়েছেন। তারপর আছেন এলিজাবেথ ওয়ারেন ও অ্যামি ক্লবুচার। বিবিসি বলছে, আগের তিন অঙ্গরাজ্যে খারাপ করলেও কৃষ্ণাঙ্গ অধ্যুষিত সাউথ ক্যারোলাইনার দিকেই তাকিয়ে ছিলেন বাইডেন। প্রভাবশালী আফ্রিকান-ঐুক্তরাষ্ট্রন কংগ্রেসসদস্য জেমস ক্লাইনারের সমর্থনও তার প্রচারের পালে হাওয়া যুগিয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।