Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থী মনোনয়নে জাপার পার্লামেন্টারি বোর্ড

রংপুর-৩ আসন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ইন্তেকালের পর রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নের জন্য ৮ সদস্যের পার্লামেন্টারী বোর্ড গঠন করা হয়েছে।

পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আহ্বায়ক ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে এই পার্লামেন্টারী বোর্ড গঠন করা হয়েছে। পার্লামেন্টারী বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য- কাজী ফিরোজ রশীদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, এ্যাড. শেখ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ার এমপি ও লেঃ জেঃ অব. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে সম্ভাব্য প্রার্থীদের জন্য ফরম বিতরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রার্থী মনোনয়নে জাপার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ