Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দিনাজপুরে যৌতুকের জন্য গৃহবধূকে মাথা ন্যাড়া, স্বামীসহ গ্রেফতার ৪

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ৬:৪৯ পিএম

দিনাজপুরে যৌতুকের কারণে মোছা. সোহাগী (২১) নামে এক গৃহবধুর মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই অভিযোগে নির্যাতিতার স্বামী-শ্বশুরসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার সকালে অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শহরের পশ্চিম দপ্তরীপাড়ার হাফিজ ইসলামের ছেলে ও নির্যাতিতার স্বামী জনি ইসলাম ওরফে সুমন (২৫), সুমনের পিতা হাফিজুল ইসলাম (৩২), মা জরিনা বেগম (৩০) ও বোন সুমী বেগম (২০)।
এই ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের আদালতে প্রেরন করে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছেন।
কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় পশ্চিম দপ্তরীপাড়ায় ২ লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূ সোহাগীকে নির্যাতন করে শ্বশুরবাড়ীর লোকজন। নির্যাতনের এক পর্যায়ে সোহাগীর মাথার চুল কেটে দিয়ে ন্যাড়া করে দেয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করে। দুপুরে আটক ৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ