Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা : নাটকীয়ভাবে কমে এসেছে চীনের বায়ু দূষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ৫:৩৩ পিএম

করোনা ভাইরাসে কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে চীনের বিভিন্ন প্রদেশ। করোনা ভাইরাসের কারণে চীনে নেই আগের মতো কর্ম চঞ্চলতা। আর এতেই দেশটির পরিবেশ দূষণ অনেক কমেছে বলে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
নভেল করোনাভাইরাসের উপদ্রপে এরই মধ্যে প্রাণ হারিয়েছে প্রায় তিন হাজার মানুষ। ধস নেমেছে অর্থনীতিতে, বন্ধ হয়ে গেছে অনেক শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্যক্রম, ভূতুরে নগরিতে পরিণত হয়েছে চিরচেনা ব্যস্ত শহরগুলো। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, এ পরিস্থিতে চীনের জন্য সুখবর হলো, নাটকীয়ভাবে কমে এসেছে বায়ুদূষণের মাত্রা।
স্যাটেলাইট মানচিত্র বিশ্লেষণ করে নাসা জানিয়েছে, চীনের বাতাসে নাইট্রোজেন ডাই-অক্সাইডের পরিমাণ বেশ কমে গেছে। অত্যাধিক করোনাভাইরাস সংক্রমিত এলাকাগুলোতে এ গ্যাসের পরিমাণ কমে গেছে আশ্চর্যজনক হারে এবং তা স্বাভাবিকের চেয়ে বেশি দিন প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। সাধারণত কল-কারখানা ও মোটরগাড়ির থেকেই এই বিষাক্ত গ্যাস নির্গত হয়।
নাসা বলছে, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চীনে বেশিরভাগ কল-কারখানা বন্ধ রাখা হয়েছে। বেশ কিছু শহরে গাড়ি চলাচল নিষিদ্ধ হওয়ায় এবং লাখ লাখ মানুষ কোয়ারেন্টাইনে থাকায় এই গ্যাসের পরিমাণ কমে এসেছে। ওই অঞ্চলগুলোতে চলতি বছরের প্রথম দুই মাসের সঙ্গে ২০১৯ সালের একই সময়ের তুলনামূলক বায়ুদূষণ মাত্রা দেখিয়েছে নাসা।
নাসার গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বায়ুমান গবেষক ফেই লিউ এক বিবৃতিতে বলেন, এই প্রথমবার কোনো বিশেষ ঘটনায় একটি বিশাল অঞ্চলে নাটকীয়ভাবে এত বড় পরিবর্তন দেখলাম। তিনি জানান, ২০০৮ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময়েও বায়দূষণের হার কমে গিয়েছিল, তবে সেবারের ঘটনাটি ছিল কিছুটা ধীর গতির।
নাসা জানায়, চীনা নববর্ষ উদযাপনের সময় অর্থাৎ জানুয়ারির শেষভাগ ও ফেব্রæয়ারির শুরুর দিকে দেশটিতে সাধারণত বায়ুদূষণ কিছুটা কমে যায়। তবে উদযাপন শেষ হওয়ার পর দূষণ মাত্রা দ্রæতই আগের অবস্থায় ফিরে আসে। তবে এ বছরের চিত্র সম্পূর্ণ আলাদা। ফেই লিউ বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার দূষণ হ্রাসের হার অনেক বেশি এবং দীর্ঘস্থায়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ