Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশোর সেঞ্চুরিতে জিতল মুলতান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রাইল রুশোর সেঞ্চুরিতে জিতল মুলতান সুলতান্স। গতকাল মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৩০ রানে হারায় মুলতান। টসে জিতে মুলতান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯৯ রান। ব্যাটিংয়ে রীতিমতো ঝড় তুলেন রুশো। তিনি মাত্র ৪৪ বলে সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ১০০ রানে অপরাজিত থাকেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। টুর্নামেন্টের এবারের আসরে এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটি এসেছে পাকিস্তানী ব্যাটসম্যান কামরান আকমলের ব্যাট থেকে। তবে বিদেশিদের মধ্যে রুশোই এবারের আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। ম্যাচে রুশো ছাড়াও মুলতানের পক্ষে রান পেয়েছেন অধিনায়ক শান মাসুদ। ৩২ বলে ৪৬ রান করেন তিনি। কোয়েটার মোহাম্মদ নাওয়াজ ১৬ রানে পান ১টি উইকেট। জবাবে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে কোয়েটা গ্লাডিয়েটর্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে ১৬৯ রান। সেন ওয়াটসন ৪১ বলে সর্বোচ্চ ৮০ রান করলেও দলের হার ঠেকাতে পারেননি। জ্যাসন রয় করেন ২৭ বলে ৩০ রান। মুলতানের বিলওয়াল ভাট্টি ২৬ রানে পান ৩টি উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান রাইল রুশো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুলতান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ