Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো দেশের গান নিয়ে ফেরদৌস আরার অ্যালবাম

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো দেশের গান নিয়ে অ্যালবাম করছেন জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। অ্যালবামটি প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন। ইতোমধ্যে তার গাওয়া আগের ৮টিসহ ২টি নতুন দেশের গান থাকবে অ্যালবামটিতে। নতুন দুইটি গানের সুর ও সংগীতের পাশাপাশি আগের ৮টি গানের নতুন করে সংগীত করেছেন ইবরার টিপু। সবগুলো গানে কণ্ঠ দেয়ার কাজ শেষ করেছেন ফেরদৌস আরা। ফেরদৌস আরা বলেন, আমার প্রথম দেশের গানের অ্যালবাম এটি। দেশেরে খ্যাতনামা সুরকার সুজেয় শ্যাম, হাবিবুর রহমান ও খন্দকার নুরুল আলমের মত বেশ কয়েকজন সুরকার গান অ্যালবামটিতে থাকছে। বহু বছর আগের গানগুলু মানুষের চাহিদা অনুযায়ী নতুন করে মিউজিক করছেন সঙ্গীত শিল্পী ইবরার টিপু। আশা করছি, বাংলাদেশের নয় বিশ্বের সব বাঙ্গালীদের ভালো লাগার একটি অ্যালবাম হবে। অ্যালবামটিতে নতুন দুইটি গান নতুন করে করেছেন ইবরার টিপু। গানের কথা ও সুর অসাধারণ। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গান লিখেছেন গীতিকার কবির বকুল ও মিজান। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে। ইবরার টিপু বলেন, অ্যালবামটি আমার শ্রেষ্ঠ প্রাপ্তি বলা যায়। আপার সাথে কাজ করার সুযোগ পাওয়া বিরাট ব্যাপার। তার গানের মিউজিক করার লোভ, সাধ অনেক আগে থেকে ছিলো। কখনো সুযোগ হয়নি। এবার সুযোগটি তিনি করে দিলেন। এতো বড় বড় গীতিকার সুরকারদের গানে কাজ করার সুযোগ পেয়েছি বলে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। এ মাসেই অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথমবারের মতো দেশের গান নিয়ে ফেরদৌস আরার অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ