প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়ক ইমন। ‘ব্লাড’ শিরোনামের নতুন এই ছবিতে দেখা যাবে এ অভিনেতাকে। ছবিটি নির্মাণ করছেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। এর আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা মাহিয়া মাহি।
ছবি প্রসঙ্গে ইমন বলেন, ‘আগামীকাল সন্ধ্যায় এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। সেখানে আমার নাম ঘোষণা করা হবে। তাই এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। প্রাথমিকভাবে এ ছবির নাম ‘ব্লাড’ রাখা হলেও পরিবর্তনও হতে পারে।’
এ ছবির বাইরে চিত্রনায়ক ইমন বর্তমানে ‘আকবর’ সিনেমারও কাজ করছেন। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে তার নায়িকা ববি।
এদিকে মাহিয়া মাহি ‘স্বপ্নবাজি’ শিরোনামের একটি ছবিতে কাজ শুরু করেছেন। এতে মাহির বিপরীতে কাজ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।