প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি জুটি হয়ে জাকির হোসেন রাজু পরিচালিত ব্যবসা সফল সিনেমা পোড়ামন-এ অভিনয় করেছিলেন। এরপর কাজ করেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায়। একই পরিচালকের মুক্তির অপেক্ষায় আছে আনন্দ অশ্রু সিনেমাটি। নতুন খবর হচ্ছে, একসঙ্গে জুটি হয়ে নতুন তিনটি ছবিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। শাপলা মিডিয়া প্রযোজিত শাহীন সুমনের গ্যাংস্টার, শামীম আহমেদ রনির লাইভ এবং নরসুন্দরী সিনেমায় তারা জুটি হচ্ছেন। সাইমন সাদিক বলেন, শাপলা মিডিয়া এই মুহূর্তে দেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সব কয়টি সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি। সিনেমার গল্পগুলোতে থাকছে নতুনত্ব। খুব শীঘ্রই সিনেমা তিনটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। আশা করছি, সিনেমাগুলো থেকে দর্শক বিনোদনের ভাল উপকরণ পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।