বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া শহরের কামারগাড়ী মহল্লার একটি প্রাইভেট ছাত্রী হোস্টেলের কক্ষ থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার হয়েছে । পুলিশ ছাত্রী হোস্টেলের মালিকের ফোন পেয়ে পুলিশ শনিবার দুপুরের পর একটি কেেক্ষর দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো ও ঝুলন্ত লাশটি উদ্ধার করে ।
মৃত ছাত্রীর নাম আখিনুর আকতার (২৪)। সে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউপির পলাশী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। সে বগুড়ার মজিবুর রহমান মহিলা কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্রী হিসেবে
সে অধ্যয়নরত ছিল ।
হোস্টেল মালিক ও তার সহপাঠিরা জানায় , কিছুদিন আগে মামুন নামের এক যুবকের সাথে বিয়ে হয় । মামুন বর্তমানে মালয়েশয়িয়া প্রবাসি। সম্প্রতি মামুনের সাথে মোবাইল ফোনে প্রায়ই তার সাথে কথাকাটি হচ্ছিল । এর জের ধরেই সম্ভবত সে শুক্রবার রাতের কোন এক সময় ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে পড়ে। শনিবার দুপুর পর্যন্ত তার সাড়া শব্দ না পেয়ে ছাত্রী হোস্টেলে বসবাসকারিরা হোস্টেল মালিককে খবর দেয় । পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য লাশ মর্গে পাঠায় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।