পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ভারতে সাম্প্রদায়িক কসাই হিসেবে পরিচয় লাভকারী মোদিকে আমন্ত্রণ জানানো বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। ভারত সরকারের এই বর্ব্বর সাম্প্রদায়িক নীতি, হামলা-হত্যাকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের নিন্দা জানাতে হবে। দিল্লীতে বিজেপির সাম্প্রদায়িক হত্যাকাÐের বিরুদ্ধে গতকাল গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ সরকারের এখন কর্তব্য হচ্ছে ভারত সরকারের এই সাম্প্রদায়িক নীতির এবং হামলা-হত্যাযজ্ঞের নিন্দা জানানো, তার বিরুদ্ধে ¯পষ্ট ঘোষণা নিয়ে দাঁড়ানো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের সরকার যারা বিনা ভোটে মানুষের সম্মতি ছাড়া রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিযে ক্ষমতা দখল করে আছে। তারা নরেন্দ্র মোদীর সরকারের তাবেদারী করছেন, শুধু তাবেদারী করছেন তা নয় তাকে ডেকে এনে মুজিবর্ষের অলংকার হিসেবে হাজির করছেন। বাংলাদেশে মুজিববর্ষ পালিত হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে, রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে এই অনুষ্ঠানে যারা ভারতে সাম্প্রদায়িক কসাই হিসেবে পরিচয় লাভ করেছে তাকে আমন্ত্রণ জানানো বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক সৈকত মল্লিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া।
আবুল হাসান রুবেল তার বক্তব্যে বলেন, দিল্লীতে ভয়াবহ সাম্প্রদায়িক হত্যাযজ্ঞ শুরু চলছে। ভারতের এই উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাস শুধু ভারত দেশকেই নয়, পুরো দক্ষিণ এশিয়াতেই উগ্র সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।