Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের সমর্থন না পেয়ে তারা এখন ‘বিদ্রোহী’ প্রার্থী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২২ এএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন না ১৮ জন বর্তমান কাউন্সিলর। তাদের মধ্যে ১৩ জন বর্তমান ওয়ার্ড কাউন্সিলর এবং অপর ৫ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর। অবশেষে তারা এখন ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত তারা চসিক নির্বাচনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলে চলছে নানামুখী তুমুল আলোচনা-সমালোচনা।
চসিক নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন থেকে বঞ্চিত হয়ে সাধারণ কাউন্সিলর পদে ১৩ জন বর্তমান কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেছেন। আর সংরক্ষিত কাউন্সিলর পদে ৫ জন বর্তমান কাউন্সিলর মনোনয়নপত্র জমা দেন। দলের অভ্যন্তরে গ্রুপিং-কোন্দলে জড়ানো, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, ব্যর্থতা, নিজেদের এলাকায় বিতর্কিত হয়ে পড়া ইত্যাদি অভিযোগে তাদের বেশিলভাগই বর্তমানে কাউন্সিলর পদে আসীন থাকলেও আওয়ামী লীগের তরফে পুনরায় সমর্থন পাননি। আওয়ামী লীগের সমর্থন-হারা বর্তমান কাউন্সিলর যারা নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে আছেন, ১ নম্বর ওয়ার্ডে তৌফিক আহমেদ চৌধুরী, ২ নম্বর ওয়ার্ডে মো. সাহেদ ইকবাল বাবু, ৯ নম্বর ওয়ার্ডে মো. জহুরুল আলম জসিম, ১১ নম্বর ওয়ার্ডে মোরশেদ আক্তার চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডে মো. সাবের আহমেদ, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল ফজল কবির আহমদ, ২৫ নম্বর ওয়ার্ডে এসএস এরশাদ উল্লাহ, ২৭ নম্বর ওয়ার্ডে এইচ এম সোহেল, ২৮ নম্বর ওয়ার্ডে মো. আবদুল কাদের, ৩০ নম্বর ওয়ার্ডে মাজহারুল ইসলাম চৌধুরী, ৩১ নম্বর ওয়ার্ডে তারেক সোলেমান সেলিম, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৪০ নম্বর ওয়ার্ডে মো. জয়নাল আবেদীন।
সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন হারালেও বর্তমান কাউন্সিলর যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে আছেন, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে জেসমিন পারভীন জেসি, সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে আবিদা আজাদ, সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে আঞ্জুমান আরা বেগম, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে ফারহানা জাবেদ, সংরক্ষিত ১১ নম্বর ওয়ার্ডে ফেরদৌসি আকবর। অন্যদিকে চসিক কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন না পেয়েও নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি, এম এ নাসেরসহ দলের একাধিক নেতাকর্মী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ