Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস এখন ৫৩ দেশে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

চীন থেকে শুরু করে বিশ্বের আরো বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এ অবস্থায় করোনাভাইরাসের কারণে বৈশ্বিক মহামারী ঘটতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শেষ খবর পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

শুক্রবার নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, বেলারুশ ও লিথুয়ানিয়া- এই পাঁচ দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সন্ধানের কথা জানা গেছে। অন্য দেশগুলো হলো, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, বেলারুশ ও লিথুয়ানিয়াও নিজেদের দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার খবর নিশ্চিত করায় করোনাভাইরাসের থাবা এখনো থামেনি বলে আতঙ্কিত হয়ে পড়েছে বিশ্ববাসী। দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা।
বিশ্বের যেসব দেশে করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে তার মধ্যে রয়েছে- চীন- ৭৮ হাজার ৪৯৭ জন, আফগানিস্তান- ১ জন, আলজেরিয়া- ১ জন, অস্ট্রেলিয়া- ২৩ জন, অস্ট্রিয়া- ২ জন, বাহরাইন- ৩৩ জন, বেলারুশ- ১ জন, বেলজিয়াম- ১ জন, ব্রাজিল- ১ জন, কম্বোডিয়া- ১ জন, কানাডা- ১২ জন, ক্রোয়েশিয়া- ৩ জন, ডেনমার্ক- ১ জন, মিশর- ১ জন, এস্তোনিয়া- ১ জন, ফিনল্যান্ড- ২ জন, ফ্রান্স- ৩৮ জন, জর্জিয়া- ১ জন, জার্মানি- ২৬ জন, গ্রিস- ৩ জন, ভারত- ৩ জন, ইরান- ২৪৮ জন, ইরাক- ৬ জন, ইসরায়েল- ৩ জন, ইতালি- ৬৫০ জন, জাপান- ৮৯৪ জন, কুয়েত- ৪৩ জন, লেবানন- ৩ জন, লিথুয়ানিয়া- ১ জন, মালয়েশিয়া- ২২ জন, রাশিয়া- ৫ জন, সিঙ্গাপুর- ৯৩ জন, দক্ষিণ কোরিয়া- ১ হাজার ৭৬৬ জন, স্পেন- ১৬ জন, শ্রীলঙ্কা- ১ জন, সুইডেন- ২ জন, সুইজারল্যান্ড- ৪ জন, তাইওয়ান- ৩২ জন, থাইল্যান্ড- ৪০ জন, সংযুক্ত আরব আমিরাত- ১৩ জন, যুক্তরাজ্য- ১৬ জন, মার্কিন যুক্তরাষ্ট্র- ৬০ জন ও ভিয়েতনাম- ১৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ