প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মিত হয়েছে একক নাটক সেদিন দুজনে। শাকিব হাসান বাঁধনের গল্প ভাবনায় নাটকটি পরিচলানা করেছেন বিজ্ঞাপন নির্মাতা শারবিয়া খান জাছিম। এতে লাক্সতারকা নীলাঞ্জনা নীলা যিনি গহীনে বালুচর সিনেমাটি করে আলোচিত হয়েছেন তিনি অভিনয় করেছেন। তার সঙ্গে জুটি বেধেছেন মঞ্চ অভিনেতা মাহ্মুদ হাসান। একদিকে তিতলীর ভালোবাসা অপরদিকে শিক্ষিত যুবকের সাবলম্বী হবার স্বপ্ন। এই টানাপোড়েনে গল্পের নায়ক রোহান কি পারবে সাবলম্বী হয়ে ভালোবাসার তিতলীকে নিয়ে স্বপ্নের ফানুস ওড়াতে? নাকি দুঃস্বপ্ন এসে ফুটো করে যাবে সেই ফানুসকে, তিতলী কি হবে তার সেই স্বপ্নের পথের সাথী? এমন এক পটভূমিতে নাটকটি নির্মিত হয়েছে। নীলাঞ্জনা নীলা বলেন, সবাই জানেন আমি বেছে বেছে কাজ করি। এটা তেমন একটি বাছাই করা গল্প যেখানে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছি। সম্পাদনা শেষ হলে নাটকটি দেখেছি। দর্শক কাজটিকে মনে রাখবে বলে বিশ্বাস করি। মাহ্মুদ হাসান বলেন, মঞ্চে কাজ করেছি এক সময়, এই প্রথম টেলিভিশনের জন্য কাজ করলাম। গল্পটা ভিন্ন রকমের। দর্শক উপভোগ করবেন। প্রিয় মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত নাটকটি শিগগিরই একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার করা হবে বলে নির্মাতা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।