Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রুপপর্বে বিদায়ের শঙ্কা সালমাদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম | আপডেট : ১২:০৮ এএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২০

১৯০ রানের লক্ষ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিততে রেকর্ডই গড়তে হতো বাংলাদেশকে। পাহাড়টা টপকাতে পারেনি টিম টাইগ্রেস। স্বাগতিকদের কাছে ৮৬ রানে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় হওয়ার পথে সালমারা। গতকাল সর্বনাশটা হয়েছে শুরুতেই। ক্যানবেরায় টস জিতে ব্যাটিংয়ে এসে শুরু থেকেই চালিয়ে খেলা দুই অজি ওপেনার দেড়শর জুটি এনে বোঝা চাপান। শেষঅবধি নির্ধারিত ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। কখনোই অস্ট্রেলিয়ার মুখোমুখি না হওয়া বাংলাদেশের মেয়েরা জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৩ রানের বেশি এগোতে পারেনি। সর্বোচ্চ ৩৬ রান করেছেন ফারজানা হক। এই ম্যাচ হেরে গ্রুপ পর্বের বৈতরণী পেরুনো কঠিন হয়ে গেল। ২০১৪ বিশ্বকাপে সিলেটে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে ৭৯ রানে হার ছিল বাংলাদেশের সবচেয়ে বাজে হারের আগের রেকর্ড। এই ম্যাচে হেরে বড় ব্যবধানে হারের রেকর্ডও গড়ল নারীরা।

প্রায় দশ ছুঁইছুঁই রানরেটের পেছনে ছুটে শুরু থেকেই রানের জন্য ধুঁকেছে বাংলাদেশ। সঙ্গে নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। উদ্বোধনীতে শামীমা সুলতানা ৯ বলে ১৩, তার সঙ্গী মুর্শিদা খাতুন ১৬ বলে ৮, সানজিদা ইসলাম ৭ বলে ৩, রুমানা আহমেদ ১২ বলে ১৩ রানে ফেরেন। ফারজানা হক যা একটু লড়েছেন। কিন্তু তার ৪ চারে ৩৫ বলে ৩৬ রানের ইনিংসটি টি-টোয়েন্টির চাহিদা মেটাতে পারেনি। শেষ ওভারে তিন উইকেট হারানোর আগে কেবল একশ পেরিয়ে যেতে পারে শ‚ন্য রানে ফেরা সালমার দল।

এর আগে দুই ওপেনার অ্যালিসা হেইলি ও বেথ মোনি উদ্বোধনীতে তুলে ফেলেন ১৫১ রান, ১৭ ওভারে। হেইলি যখন ফিফটি ছোঁন, অজিদের দলীয় সংগ্রহ ৭১। আগাগোড়াই মারমুখী হেইলি ফিরেছেন ৮৩ করে। ১০ চার ও ৩ ছক্কায় ৫৩ বলের ঝড়ো ইনিংস। সালমার বলে সানজিদাকে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার। মোনি শেষপর্যন্ত থাকেন। অপরাজিত ৮১ রানের ইনিংস তার। ৯ চারে ৫৮ বলে সাজানো। তার সঙ্গে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি গড়া অ্যাশলেইঘ গার্ডনার অপরাজিত থাকেন ৯ বলে ২২ রানে, তার ব্যাটে এক ছক্কার সঙ্গে ৩ চারের মার।

খাদিজাতুল কুবরা ২ ওভারে ২৯ রান দিয়ে সবচেয়ে খরুচে। খরুচে দিন গেছে প্রায় সবারই। জাহানারা ও সালমা ৪ ওভারে দিয়েছেন যথাক্রমে ৪০ ও ৩৯ করে, সালমার দখলে একমাত্র উইকেটটি। রুমানা কিছুটা কম রান বিলিয়েছেন, ৪ ওভারে দিয়েছেন ৩০ রান। ফাহিমা ৩ ওভারে ২৩, নাহিদার ৩ ওভারে খরচ ২৬ রান।

একই দিনে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। মেলবোর্নের জংশন ওভালে ভারতের কাছে নিউজিল্যান্ডের মেয়েরা হেরেছে মাত্র ৩ রানে। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারতের নারী দল ৮ উইকেটে করে ১৩৩ রান। কিন্তু ছোট এই লক্ষ্যটাকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউই মেয়েদের কাছে কঠিন করে তোলেন ভারতের বোলাররা। ৬ উইকেটে ১৩০ পর্যন্ত যেতে পারে সোফি ডেভাইনের দল। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামীকাল ভোরে কিউইদের বিপক্ষে মাঠে নামবে সালমারা। সে ম্যাচে হেরে গেলে টুর্নামেন্ট থেকে নিশ্চিতভাবে বিদায়ঘণ্টা বাজবে বাংলাদেশের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ