Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৈলকুপায় অস্ত্রসহ গ্রেফতার ২

শৈলকুপা (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ঝিনাইদহের শৈলকুপায় গত বুধবার সন্ধ্যায় খুলুমবাড়িয়া এলাকায় সিপিসি-২ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে খুলুমবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত সিদ্দিক মন্ডলের মেয়ে রোকসানা খাতুন ও খুলনা জেলার দিঘলীয়া চন্দনীমহল গ্রামের তার সহযোগি সৌরভ দাসকে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের পর তাদের নিকট থেকে একটি পাইপগান ও দেশীয় ডেগার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শৈলকুপা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ