রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরায় ৬২ কোটি টাকা ব্যয়ে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের কাজ শেষ না হতেই ডিভাইডার ভাঙছে ফাটল দেখা দিয়েছে মূল সড়কে। কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় তড়িঘড়ি করে শহরের পিটিআই এলাকায় কিছু অংশে নতুন করে সংস্কারকাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এ ঘটনায় বিস্মিত হয়েছে এলাকাবাসী। ঘটনাস্থলে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি তৈয়ব আলী ও ওবাইদুর রহমান জানান, কাজে কিছু ত্রæটি ছিল। তা সংস্কার করা হচ্ছে। বিটুমিন ও তৈলের পরিমাণ বেশি হওয়ার কারণে পিচ্ছিল হয়ে এই গর্ত ও ধসের সৃষ্টি হয়েছে বলে তারা জানান। সড়ক নির্মাণে অনিয়ম ও নানা অভিযোগের পর সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসরাফুজ্জামান সরেজিমন পরিদর্শন করে ঠিকাদার ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিজেদের দায়বদ্ধতার কথা স্মরণ করে কাজ করার জন্য বলেন।
এদিকে ভূমি অধিগ্রহণে উচ্চমূল্যের দাবিতে সৈয়দ নাজমুল হক বাবুল নামের একজনের মামলায় শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড ও পারনান্দুয়ালী এলাকার কিছু অংশের স্থাপনা উচ্ছেদ করায় প্রতিবন্ধকতা সৃষ্ঠি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।