বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সরকারদলীয় এমপি কাজী শহিদুল ইসলাম পাপলুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন সভায় অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। আজ (বৃহস্পতিবার) অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ হতে পারে জানা গেছে।
অনুসন্ধানের জন্য পাঠানো চিঠিতে দুদক পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল উল্লেখ করেছেন, লক্ষ্মীপুর-২ আসনের সদস্য ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক কাজী শহিদ ইসলাম পাপলুর বিরুদ্ধে অবৈধভাবে গ্রাহককে লোন বরাদ্দসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থপাচার ও শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে পাপলু বিষয়ক ১৭৪ পৃষ্ঠার নথিপত্র যুক্ত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।