Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিববর্ষে সকলের অঙ্গিকার হউক দুর্নীতি মুক্ত বাংলাদেশ- বিশ্বনাথে এমপি মোকাব্বির খান

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৫৭ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান বলেছেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠন করতে হলে দুর্নীতি মুক্ত থাকতে হবে। তাই মুজিববর্ষে সকলের অঙ্গীকার হউক দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া। আমি যার নীতি আদর্শ মূল্যবোধকে হৃদয় দিয়ে ধারণ করি, আমার নেতা যার নীতি আদর্শ মূল্যবোধকে ধারণ করেন, তিনি হলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমাদেরকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয় এবং সেই অধিকার সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে তিনি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, যদি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, এই মুজিব শতবর্ষে দুর্নীতিবাজদের বিচার করতে হবে। কারণ যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং ব্যাংক লুটপাট করেছে, যারা শেয়াল বাজারকে ধ্বংস করেছে তারা এদেশের শত্রু।

তিনি বলেন, বিশ্বনাথ ওসমানীনগরের মানুষ মাত্র ৩ দিনে আমাকে নির্বাচিত করে নজির সৃষ্টি করেছেন। তাই আমি আপনাদের কাছে এমপি হিসেবে পরিচিত নয়। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।

তিনি গতকাল বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা দশঘর ইউনিয়নের দেমাসাধ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শামছু মিয়া লয়লুছ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো : লুকমান হাকিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সুন্নি উলামা মাশায়েখ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, ম্যানেজিং কমিটির সদস্য সামসুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জান আসাদ, শেখ শহিদুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আফছর রহমান নুর মিয়া, আলহাজ্ব আমিরুল ইসলাম, কাহিরঘাট মিছবাহুল উলুম দাখিল মাদরাসার সুপার, মাওলানা লুৎফুর রহমান, ইউপি সদস্য আব্দুল আউওয়াল, কাহিরঘাট মাদরাসার শিক্ষক সাইদুল ইসলাম, শাহবাজপুর করিমুনন্নেছা মহিলা দাখিল মাদরাসার সুপার আব্দুর রাজ্জাক, প্রবীণ মুরব্বি লাল মিয়া, জেদ্দা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মোস্তাকিম বিল্লাহ, ইসলামী সংগীত পরিবেশন করে ১০ শ্রেণীর ছাত্রী জয়া আক্তার।

অনুষ্ঠান শেষে এমপি মোকাব্বির খান কাহিরঘাট মিছবাহুল উলুম দাখিল মাদরাসার পরিদর্শন করেন এবং মাদরাসার সার্বিক পরিস্থিতি দেখেন এবং দ্রুত মাদরাসা সমস্যা সমাধানের আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ