বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যার বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ ১৪টি মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।
দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের একটি বরজের পাশে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত মো. শহিদুল ইসনলাম (৩৪) জেলার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের মো. মানিকের ছেলে।
ওসি রহমান বলেন, “ওই বরজের পাশে দুই দল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছিল বলে খবর আসে। পুলিশ অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে।
“আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা অনেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তলাশি চালিয়ে গুলিবিদ্ধ শহিদুলকে উদ্ধার করা হয়। তাকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
শহিদুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানান ওসি রহমান।
তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।”
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।