Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নজরুল-মামুন প্যানেলের ইশতেহার ঘোষণা

আইইবি নির্বাচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) এর প্রফেসর ড. প্রকৌশলী এস.এম. নজরুল ইসলাম-প্রকৌশলী মামুনুর রশিদ নেতৃত্বাধীন প্যানেল। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্যানেলটি তাদের ইশতেহার ঘোষণা করেন। আগামীকাল সারাদেশে একযোগে আইইবির নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইশতেহারে বলা হয়, আইইবি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান পেশাজীবী। কিন্তু রাজনৈতিক কর্মকান্ড আইইবি-কে গ্রাস করছে। বিগত দুইটি নির্বাচন প্রকৌশলীদের হতাশ করেছে। কিছু কিছু অনাকাক্সিক্ষত ঘটনার ফলে অনেক ভোটার ভোট প্রয়োগ করতে ব্যর্থ হয়। যার ফলে প্রবীণ প্রকৌশলীরা আইইবি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ সংকট থেকে বেরিয়ে আসার জন্যই এই প্যানেলের প্রকৌশলীরা নির্বাচন করছেন। এছাড়াও প্রফেশন ও প্রফেশনাল এথিক্স ভিত্তিক প্রশিক্ষণ চালু করে প্রকৌশলীদের আন্তর্জাতিক মানে উন্নিত করা; বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স বোর্ডকে যথোপযুক্ত করে গড়ে তোলা; আন্তর্জাতিক পেশাজীবী সংগঠনের সাথে কোলাবোরেশন করার প্রতিশ্রুতি দেয়া হয় ইশতেহারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ