গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর এলাকায় রাস্তা থেকে অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে ওই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মিরপুর মডেল থানার (এসআই) মো. ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মিরপুর ১০ হোন্ডাগলি এলাকার রাস্তা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত নারীর হাত ও শরীরের কিছু অংশ পোড়া ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।