Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্থির মালয়েশিয়ায় কী ঘটছে আজ কি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৩ এএম

ড. মাহাথির মোহাম্মদের পদত্যাগ এবং নতুন করে অন্তর্র্বতী প্রধানমন্ত্রী হিসেবে আবার নিয়োগ পাওয়া নিয়ে মালয়েশিয়ার রাজনীতিতে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। অস্থির হয়ে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। নেতারা নতুন করে উঠেপড়ে লেগেছেন নতুন সরকার গঠনের জন্য। এ জন্য আলাপ আলোচনা চলছে। যে যেখানে, যে অবস্থায় পারছেন নিজেদের সর্বোচ্চ আদায় করে নিয়ে একটি সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে সেখানে যেসব ঘটনা ঘটে গেছে আজ, এক নজরে তা দেখে নেয়া যাক:
সকাল ৮টা ৫ মিনিটে ড. মাহাথির মোহাম্মদের দল পার্তি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার (পিপিবিএম) প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন মাইনস রিসোর্টে অবস্থিত ড. মাহাথির মোহাম্মদের ব্যক্তিগত বাসভবনে তার সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ড. মাহাথিরের সঙ্গে তার সাক্ষাতের একটি বড় কারণ আছে।
তা হলো, গতকাল প্রধানমন্ত্রীর পদত্যাগ করার প্রায় ঘন্টা দুই পরে তিনি দলের চেয়ারম্যান পদও ত্যাগ করেন। মাহাথিরকে দলীয় চেয়ারম্যান পদ ত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করাতে তাকে রাজি করাতে তিনি এই সাক্ষাত করেছেন বলে বিশ্বাস করা হয়। এছাড়া মুহিদ্দিন ইয়াসিনকে দেখা গেছে তাদের বারসাতু দলের ডেপুটি প্রেসিডেন্ট মুখরিজ মাহাথির ও সুপ্রিম কাউন্সিলের বেশ কিছু সদস্যের সঙ্গে সাক্ষাত করতে। এতে উপস্থিত ছিলেন দলের নারী বিষয়ক শাখার প্রধান রিনা হারুন। মুহিদ্দিন ইয়াসিন উপস্থিত হওয়ার পর অন্যরা এসে উপস্থিত হন।

সকাল ৯টায় সেলাঙ্গর ডিএপি চেয়ারম্যান গোবিন্দ সিং দেও এবং পার্তি আমানাহ নেগারা প্রধান ইজহাম হাশিমকে সঙ্গে নিয়ে সেলাঙ্গরের আমিরুদ্দিন শারি প্রবেশ করেন ইস্তানা বুকিত কায়াঙ্গানে। সেখানে সুলতান শরাফুদ্দিন ইদ্রিস শাহের সঙ্গে তাদের আলোচনা হওয়ার কথা।

সকাল ৯টা ৫ মিনিটে বার্তা সংস্থা বারনামা রিপোর্ট করেছে যে, মালয়েশিয়ার শেয়ারবাজার বুরসা মালয়েশিয়া রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পতনের মধ্য দিয়ে খুলেছে। বুরসা মালয়েশিয়া কেএলসিআইয়ের পতন হয়েছে ৭.৪৬ পয়েন্ট।

ওদিকে সকাল সাড়ে নয়টায় অন্তর্র্বতী প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করতে পারদানা পুত্রাতে প্রবেশ করেছেন ড. মাহাথির মোহাম্মদ। সকাল ১০টা ২৫ মিনিটে সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ওয়ান আজিজা পুত্রা পারদানা ভবনে উপস্থিত হয়েছেন। এই ভবনে রয়েছে ডেপুটি প্রধানমন্ত্রীর অফিস। তবে তিনি সেখানে কি কারণে উপস্থিত হয়েছেন তা জানা যায় নি। তিনি কি অন্তর্র্বতী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন নাকি উপপ্রধানমন্ত্রী থাকাকালে তার যেসব স্টাফ ছিলেন তাদের সঙ্গে সাক্ষাত করবেন তা স্পষ্ট নয়। তার স্বামী পিকেআর দলের প্রেসিডেন্ট ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বাসভবন সেগামবাট ছেড়েছেন। তবে তিনি কোথায় গেছেন তা জানায় নি বার্তা সংস্থা বারনামা।

সকাল ১০টা ৩৫ মিনিটে ইস্তানা নিগারায় প্রবেশ করেছেন এটর্নি জেনারেল টম্মি থমাস। ইস্তানা নিগারা হলো রাজা ইয়াং ডি-পার্তুয়ান আগোংয়ের বাসভবন। আরও জানা গেছে সেখানে প্রবেশ করেছেন প্রধান বিচারপতি টেংকু মাইমুন তুয়ান মাট। এটা নিশ্চিত করে বলা যায়, তাদের মধ্যে বর্তমানে সৃষ্ট রাজনৈতিক সঙ্কট নিয়ে আলোচনা হবে। ওদিকে ড. মাহাথির মোহাম্মদ দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন এমন খবরে সকাল ১০টা ৪০ মিনেটে পুত্রা পারদানায় প্রবেশ করতে দেখা গেছে আনোয়ার ইব্রাহিমকে।

সকাল ১১টায় সুলতান শরাফুদ্দিন ইদ্রিস শাহের সঙ্গে সাক্ষাতের পর ইস্তানা বুকিত কায়াঙ্গান থেকে বেরিয়ে যান আমিরুদ্দিন শারি, ডিএপি চেয়ারম্যান গোবিন্দ সিং দেও ও পার্তি আমানাহ নেগারা প্রধান ইজহাম হাশিম। সকাল ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে পৌঁছেন বারসাতু প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন। এ ছাড়া উপস্থিত হয়েছেন ইউএমএনও প্রেসিডেন্ট ড. আহমেদ জাহিদ হামিদি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ