Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে সাদ ও জোবায়েরপন্থী মুখোমুখি

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

প্রশাসন থেকে নিষেধাজ্ঞা আসলেও আগামী বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী নোয়াখালী জেলা আঞ্চলিক ইজতেমা সফল করার ঘোষণা দিয়েছে তাবলিগ জামায়াতের একাংশ সাদ গ্রুপের অনুসারীরা। চাটখিল পৌরসভার ধামালিয়া মাঠে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ইজতেমার জিম্মাদার মাওলানা সাইফুল ইসলাম শাকিল এ ঘোষণা দেন।

মাওলানা সাইফুল ইসলাম শাকিল বলেন, কাকরাইলের মুরুব্বিদের পরামর্মে নোয়াখালী জেলা আঞ্চলিক ইজতেমার জন্য চাটখিল উপজেলার ধামালিয়া মাঠকে নির্বাচিত করা হয়েছে। এজন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছিল গত ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি। কিন্তু প্রশাসন এসএসসি পরীক্ষার অজুহাত দেখিয়ে ইজতেমা আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি করার জন্য বলে। আমরা তাদের কথা রেখে ওই তারিখে ইজতেমা করার সিদ্ধান্ত মেনে নিয়েছি। কিন্তু প্রশাসন পরবর্তীতে আমাদের সাথে এনিয়ে নানা টালবাহানা করে আমাদের ইজতেমা বন্ধ করতে চাচ্ছে। কিন্তু আমরা যে কোন মূল্যে এই ইজতেমা সফল করতে প্রস্তুত আছি।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কোন অবস্থাতেই আঞ্চলিক ইজতেমা আয়োজন করতে দেওয়া হবে না। তবে বিষয়টি জেলা পুলিশ সুপার তদন্ত করে দেখছে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ২৭ ফেব্রুয়ারির পর প্রশাসনের অনুমতি সাপেক্ষে ইজতেমার আয়োজন করতে পারবে। অনুমতি ছাড়া কোন ভাবেই ইজতেমার করা যাবে না। উল্লেখ্য, আঞ্চলিক ইজতেমা আয়োজন নিয়ে চাটখিল উপজেলায় সাদ ও জোবায়ের পন্থী দুই গ্রুপের মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে উত্তেজনা বিরাজ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ