Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাবলিগ জামাতের বিক্ষোভে উত্তরায় যানজট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:৫১ পিএম | আপডেট : ২:০০ পিএম, ৪ ডিসেম্বর, ২০১৮
রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা।
 
মঙ্গলবার সকাল ১১টার পর থেকে তারা বিক্ষোভ শুরু করেন। সড়কের উভয়পাশে দেখা দিয়েছে তীব্র যানজট।
 
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুবায়ের সমর্থকরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় তারা তাবলিগ জামাতের আরেকপক্ষ সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। এক মুসল্লির মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। অনেকেই রাস্তার আশপাশেও অবস্থান নিয়েছেন। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
এদিকে, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
 
উল্লেখ্য, শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ইসমাইল মন্ডল নামে এক মুসল্লি নিহত হন।


 

Show all comments
  • আবুল কালাম লস্কার ৪ ডিসেম্বর, ২০১৮, ৫:০১ পিএম says : 0
    আরব দেশে লক্ষ লক্ষ্য মানুষ হজ্জ করতে যায় সেখানে মামামারি হয় না। আর আমাদের দেশে কত লোক ইস্তেমায় আসে। আমারা মিলে মিশে ইবাদত করতে পারি না। তাহলে আমরা ইবাদত করতে যায় না রাজনীতি করতে যায়। এর কারনে তাবলীগ জামাতের উপর আমাদের যে স্রধা এটা থাকবে না ।
    Total Reply(0) Reply
  • আব্বাস ৪ ডিসেম্বর, ২০১৮, ৫:১৯ পিএম says : 0
    দোষীদের এখনও বিচারের আওতায় না আনাটা দুখজনক। এঘটনার নির্দেশদাতাদের অবিলম্বে গ্রেফতার করা হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ