প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মিথিলার পর এবার বিয়ে করছেন তাহসান। ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হবার পর দেশী গণমাধ্যমেও তা প্রচার পেয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন গায়ক ও অভিনেতা তাহসান। তবে বিয়ের খবর সত্য না হলেও অন্য সুখবর দিয়েছেন তিনি।
তাহসান বর্তমানে জাপানে অবস্থান করছেন। তবে এবারই প্রথম হিরোশিমায় গিয়েছেন তিনি। সেখান থেকে বিয়ের বিষয়টি উড়িয়ে দিলেও নতুন সুখবর দিয়েছেন তাহসান। শিগগিরই তিনি নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। তবে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।
তাহসান বলেন, নতুন সিনেমায় অভিনয়ের কথাবার্তা অনেক দূর এগিয়েছে। দেশে ফিরেই চুক্তি করব। ছবির গল্প শুনেছি। আমি ভীষণ রোমাঞ্চিত। চুক্তিপত্রে সই করার আগে এসব নিয়ে কথা বলা মোটেও উচিত না। আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
বিয়ে করছেন কিনা সেটি জানতে চাইলে তাহসান সরাসরিই ‘না’ করে দেন। তিনি বলেন, না। আমি তো বললাম, এমন কোনো ঘটনা ঘটার সুযোগই নেই। তাই কিছু বলারও নেই। গত কয়েক বছর অনেক সংবাদ দেখেছি এবং মৌন থেকেছি। সেটাই শান্তির চাবিকাঠি।
তিনি বলেন, গান, অভিনয় ও কাজ নিয়ে বেঁচে থাকতে চাই। ব্যক্তিগত জীবনের গল্পগুজব দিয়ে সাময়িক পাবলিসিটি আমার প্রয়োজন নেই। আমার বয়স ৪০ বছর। অনেক কাজ করার বাকি। এই বয়সে যে এত কাজ করেছি, সেসব নিয়ে আলোচনা করলে ভালো লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।