প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : তাহসান, অদিত এবং প্রীতম হাসান। তিন জনই মূলত সংগীত পরিচালক। এরমধ্যে কণ্ঠশিল্পী হিসেবে বেশ এগিয়ে আছেন তাহসান। আর অন্য দু’জন মাঝেমধ্যে গাইলেও তাদের মূল ধ্যান-জ্ঞান সংগীত পরিচালনা এবং অন্যদের কণ্ঠে গান তুলে দেয়া। এবারই প্রথম এই তারা মিলিত হলেন এক মোড়কে। গাইলেন তিন জনই। সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে তিন গানের একটি বিশেষ অ্যালবাম। সদ্য রেকর্ড শেষ হওয়া এই অ্যালবামের নাম ‘প্রথম ভালোবেসে’। গানটি গেয়েছেন তাহসান। অ্যালবামের অন্য দুটি গান ‘হারাবে কোথায়’ এবং ‘উড়তে শেখা পাখি’। প্রথমটি গেয়েছেন অদিত আর পরেরটি প্রীতম। গান লিখেছেন রাকিব হাসান রাহুল এবং মেহেদী হাসান লিমন। পুরো অ্যালবামটি তৈরি করছেন ‘আসো মামা হে’ খ্যাত নন্দিত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি প্রীতম হাসান। তিনি বলেন, ‘আমার খুব পছন্দের একটা প্রজেক্ট এটি। কারণ, দুজন মানুষই আমার অসম্ভব পছন্দের। দুজনের জন্য এবারই প্রথম গান করলাম। উনাদের সঙ্গে আমিও গাইলাম। তাহসান ভাই ও অদিত ভাইয়ের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি, যেটা খুব জরুরি বিষয়। মোট মিলিয়ে দারুণ লেগেছে। আশা করছি আমাদের এই বিশেষ প্রজেক্ট সবার ভালো লাগবে।’ তাহসান বলেন, ‘নতুনদের মধ্যে প্রীতম অনেক ভালো কাজ করছে। নতুন ধরনের মিউজিক প্রডিউস করার চেষ্টা করছে শুরু থেকেই। আশা করি এবারও নতুন কিছুই হচ্ছে।’ প্রযোজক এসকে সাহেদ আলী জানিয়েছেন, ঈদ উপলক্ষে শিগগিরই জিপি মিউজিক-এর এক্সক্লুসিভ বিভাগে ডিজিট্যালি প্রকাশ পাচ্ছে অ্যালবামটি। অ্যালবাম আকারেও প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে সিএমভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।