প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বিজ্ঞাপনচিত্রের পর এবার একটি টেলিছবিতে জুটি হয়ে অভিনয় করলেন সঙ্গীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঈদের জন্য নির্মিত ‘সেই মেয়েটা’ নামে একটি টেলিছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে। গত ২ জুন থেকে রাজধানীর বেশ কয়েকটি লোকেশনে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। পুরোপুরি রোমান্টিক গল্প নিয়ে নির্মিত এই টেলিছবিটি নিয়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমি এখন পর্যন্ত যে কয়টি নাটক বা টেলিছবির কাজ করেছি, সেগুলোর চেয়ে এটাই সবচেয়ে কঠিন একটি কাজ। রাজধানীর অদূরে সেট ফেলে কাজ করতে হয়েছে। আশা করছি, একটি ভাল কাজ হবে। দর্শকদের ভালো লাগবে। এবারের ঈদে তাহসানকে অনেকগুলো নাটক ও টেলিছবিতে দেখা গেলেও মিমকে দেখা যাবে এই একটি মাত্র টেলিছবিতে। এ প্রসঙ্গে মিম বলেন, ‘চলচ্চিত্র নিয়ে এখন বেশি ব্যস্ত থাকায় এখন আর আগের মতো টিভিতে অভিনয় করা হয় না। অনেকদিন পর একটি ভালো গল্পের কাজ করলাম। আশা করছি, তাহসান ভাইয়ের সঙ্গে আমার অভিনয় দর্শকদের ভালো লাগবে।’ তাহসান বলেন, ‘আরিয়ানের সঙ্গে আগেও কাজ করেছি। ওর গল্প বলার ধরন একটু আলাদা। ভালো লাগে ওর সঙ্গে কাজ করতে।’ গ্রামীণফোন নিবেদিত টেলিছবিটি প্রযোজনা করছে আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘টিভি নাটকের গুনগত মান ফিরিয়ে আনতে এবার আমরা সেরা নির্মাতাদের সেরা গল্প নিয়ে কাজ করছি। তাহসান আর মিমের এই গল্পটিও দারুণ। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি টেলিছবিটির সূচনা সঙ্গীতেও কণ্ঠ দিয়েছেন তাহসান। ‘সেই মেয়েটা’ আরটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক আরিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।