মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইদলিবে রাশিয়া নতুন করে অস্ত্র মোতায়েন শুরু করেছে। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এসব অস্ত্রের মধ্যে রয়েছে- আধুনিক রুশ ট্যাংক, মিসাইল, মিসাইল লঞ্চার, ভারি সমরাস্ত্র ও সমরযান। এছাড়া আছে, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, বোমা, সুখই বিমান থেকে নিক্ষেপযোগ্য বোমা, ফাইটার বিমান ও বোম্বার বিমান। সিরিয়ার ইদলিবে মুখোমুখি অবস্থানে রয়েছে তুরস্ক ও রাশিয়া। সিরিয়ার সেনারা ইদলিব থেকে বিদ্রোহী ও জঙ্গিদের নিশ্চিহ্ন করতে বধ্য পরিকর। অপরদিকে তাদের সমর্থন দিচ্ছে তুরস্ক। ইতিমধ্যে সিরিয়ার অভ্যন্তরে সেনা মোতায়েন করেছে আঙ্কারা। সিরিয়ার সেনারা তাদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এতে কয়েক দফায় নিহত হয়েছে দেড় ডজন তুর্কি সেনা। দেশটি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে সিরিয়া ও এর মিত্র রাশিয়ার বিরুদ্ধে। পাল্টা হামলার হুমকি দিয়েছে তুরস্ক। রাশিয়ার বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রের সহায়তাও চেয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে তুর্কি হুমকি মোকাবেলায় সিরিয়ায় শক্তি বৃদ্ধি করছে রাশিয়া। এর আগে,আকাশপথে তুরস্কের বাঁধার শিকার হয়েছে চারটি রুশ যুদ্ধবিমান। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।