রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত শনিবার রাতে কেশবপুর শহরের থানা ভবনের ১শ’ গজের মধ্যে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় শহরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শহরের মধু সড়কের মৌসুমি মেডিক্যাল থেকে ৩ হাজার, নিউ মামা-ভাগ্নে বস্ত্রালয় থেকে ২৫শ’, রহমান বস্ত্র বিতান থেকে ৩ হাজার, কলাম মুদি দোকান থেকে ৭ হাজার ৮শ’, আলম টেইর্লাস থেকে সোনার আংটি, নাক ফুল, ৫ ভরি রুপার অলঙ্কার এবং থানার গেট সংলগ্ন আমেনা মেডিসিন থেকে ২৯ হাজার ২শ’ টাকা এবং হাসপাতাল সড়কের লুৎফর ইলেকট্রিক থেকে হাজার টাকা নিয়ে গেছে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের দরজার সাটার কেটে এবং টিনের চাল কেটে দোকানে ডুকে চুরি সংগঠিত হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।
এ বিষয়ে কেশবপুর থানা এসআই শেখ রইচ উদ্দিন চুরির সত্যতা স্বীকার করে বলেন, চুরির ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।