Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুর শহরে এক রাতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ৩:০৪ পিএম

শনিবার রাতে কেশবপুর শহরের থানা ভবনের ১শ গজের মধ্যে ৬টি সহ ৭ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় শহরের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
শহরের মধু সড়কের মৌসুমি মেডিকেল থেকে ৩হাজার, নিউ মামা-ভাগ্নে বস্ত্রলয় থেকে ২৫শ, রহমান বন্ত্র বিতান থেকে ৩হাজার, কলাম মুদি দোকান থেকে ৭হাজার ৮শ, আলম টেইর্লাস থেকে সোনার আংটি, নাক ফুল, ৫ ভরি রুপার অলংকার এবং থানার গেট সংলগ্ন আমেনা মেডিসিন থেকে ২৯ হাজার ২শ টাকা এবং হাসপাতাল সড়কের লুৎফর ইলেকট্রিক থেকে হাজার টাকা নিয়ে গেছে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের দরজার সাটার কেটে এবং টিনের চাল কেটে দোকানে ডুকে চুরি সংগঠিত হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।
এ বিষয়ে কেশবপুর থানা এস আই শেখ রইচ উদ্দিন চুরির সত্যতা স্বিকার করে বলেন, চুরির ঘটনা স্থল তদন্ত সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়ার কাজ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ