Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামের আদর্শ অনুসরণেই বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব

মশুরীখোলা পীর সাহেব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

আল্লাহ ও রাসূল (সা.) এর প্রদর্শিত মত পথ থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা বিশ্বে অশান্তি বিরাজ করছে। নতুন নতুন বালা মসিবত আসছে। একমাত্র ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সম্প্রতি নগরীর মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ আহসানুল্লাহ (রহ.) এর ১৫০তম ওরস উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী মাহফিলে মাওলানা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান পীর সাহেব মশুরীখোলা এসব কথা বলেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক আল্লামা কবি রুহুল আমিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ষ্টাডিজ বিভাগের চেয়ারম্যান আল্লামা ড. প্রফেসর আব্দুর রশীদ, প্রিন্সিপাল আল্লামা মুফতি আবু জাফর মো. হেলাল উদ্দিন, আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, ড মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারী, হাফেজ মুফতি মাওলানা ওয়ালী উল্লাহ আশেকী, মুফতি নিয়ামত উল্লাহ আল কাদেরী।
কবি রুহুল আমিন খান বলেন, হযরত শাহ আহসানুল্লাহ (রহ.) ছিলেন, যুগের একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ। ভারত উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসারে সূচনা হয় আউলিয়া কেরামগনের মাধ্যমে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুসরণ

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ