বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আলোচনা অনুষ্ঠানে ওলামায়ে কেরাম
রাজারবাগ দরবার শরীফের উদ্যোগে গতকাল দিনব্যাপী জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্ন্নুাতি খাদ্য, তৈজসপত্র, পোশাক পরিচ্ছদসহ বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী উপলক্ষে সকালে সুন্নাত অনুসরণের ফযিলতের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন মাসিক আল বাইয়্যিনাতের নির্বাহী সম্পাদক আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযিযুল্লাহ। আরো বক্তব্য রাখেন রুইয়াতিল হিলাল-এর সভাপতি ও আল্লামা আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান ও মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসার মুহতামিম আল্লামা মুহম্মদ আলমগীর হুসাইনসহ বিশিষ্ট ওলামা মাশায়েখ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযিযুল্লাহ বলেছেন, আল্লাহ তায়ালা বলেন, ‘হে হাবীব!!! আপনি বলুন, “যদি তোমরা আল্লাহকে মুহব্বত করো বা আল্লাহ পাকের মুহব্বত পেতে চাও তবে আমাকে (আমার সুন্নাত) অনুসরণ করো” (৩:৩১)। সুতরাং আল্লাহ তায়ালার রহমত পেতে হলে সুন্নাতের অনুসরণ ও প্রচার প্রসার ঘটাতে হবে। বক্তারা বলেন, পরিপূর্ণ জীবন বিধান ইসলামের জন্য জীবনের প্রতিটি অধ্যায় সুন্নাতের দ্বারা নির্দেশিত হয়েছে। প্রত্যেক সুন্নাতের আমলে রয়েছে অভূতপূর্ব বৈজ্ঞানিক যুক্তি এবং মানুষের কল্যাণ। নানান রোগব্যাধি থেকে মুক্তির পথ। মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সুন্নাতের অনুসরণে মহান আল্লাহ পাকের পরিপূর্ণ গোলামী নিহিত রয়েছে। তারা আরো বলেন, এখানে প্রদর্র্শিত প্রতিটি সুন্নাতি খাদ্য, তৈজসপত্র এবং পোশাকাদির পক্ষে শত শত হাদিছ শরীফ এর দলিল রয়েছে। যেমন, মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, “সিরকা তো খুব মজাদার সালুন।” এরকমভাবে তালবীনা (এক জাতীয় হালুয়া), ছারিদ (গোশতের সুরা), হারীছা (হালিমের মতো)। এরূপ কিসসা, হাইছা, নাবীযসহ বহু সুন্নাতি খাদ্য সম্পর্কে হাদিছ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।