Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার রাশিয়ার

দূরে থাকার আহবান স্যান্ডার্সের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। আবারও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তবে এ বিষয়ে পরস্পরবিরোধী কিছু তথ্য পাওয়া যাচ্ছে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স বলেছেন, গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা তাকে সতর্ক করেছেন, যে তার প্রচারণায় সহযোগিতা করার চেষ্টা করছে রাশিয়া। ক্ষুব্ধ বার্নি রাশিয়ার উদ্দেশ্যে বলেন, মার্কিন নির্বাচন থেকে দ‚রে থাকো। অন্যদিকে মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের ট্রাম্পকে ক্ষমতায় আনতে আবারও মাঠে নেমেছে রাশিয়া। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে কিন্তু এর সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই। মার্কিন গোয়েন্দা স‚ত্রগুলোর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম একদিন আগে খবর দিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে চায় রাশিয়া। দৈনিক ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির এক শুনানিতে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা তাদের এই ধারণার কথা জানিয়েছেন। বিবিসি জানায়, শুক্রবার স্যান্ডার্স বলেছেন, গত মাসে মার্কিন কর্মকর্তারা তাকে জানিয়েছেন তার প্রচারণায় রাশিয়ার সহযোগিতা করার বিষয়ে। এটি স্পষ্ট নয় কীভাবে রাশিয়া এই হস্তক্ষেপ করতে চেয়েছে। তবে তিনি এমন যে কোনও উদ্যোগের কঠোর বিরোধিতা করার কথা জানিয়েছেন। সিএনএন, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ