মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলংকার জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটি মুসলিম নারীদের পোশাক বোরকার উপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছে। পাশাপাশি জাতিগত ও ধর্মভিত্তিক সকল রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের প্রস্তাব করা হয়েছে। গত বছর ২১ এপ্রিল ইস্টার সানডে হামলার পর ১৪টি বিতর্কিত ইস্যু নিস্পত্তির জন্য বৃহস্পতিবার পার্লামেন্টে পেশ করা এক বিশেষ রিপোর্টে এসব প্রস্তাব দেয়া হয়। ইস্টার হামলায় ২৫০ জনের বেশি নিহত হয়। ডেইলি মিররের রিপোর্টে বলা হয় জাতীয় নিরাপত্তা বিষয়ক সেক্টরাল ওভারসাইট কমিটির চেয়ারম্যান মালিথ জয়াতিলকা এমপি এই রিপোর্ট উপস্থাপন করেন। এতে বলা হয় বেশ কয়েকটি দেশ এরই মধ্যে বোরকা নিষিদ্ধ করেছে। রিপোর্টে বলা হয়, কোন ব্যক্তির পরিচয় জানতে তার মুখ থেকে ওড়না বা কাপড় সরিয়ে ফেলতে বলতে পারার মতো ক্ষমতা পুলিশকে দেয়া উচিত। এই নির্দেশ নাম মানলে কোন পরোয়ানা ছাড়াই ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করতে পারবে। রিপোর্টে বলা হয়, যেসব রাজনৈতিক দলের নামের সঙ্গে জাতিগত বা ধর্মীয় সংঘাত রয়েছে সেগুলোর নিবন্ধন বাতিল করতে হবে। এসব দলকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোন রাজনৈতিক বা ধর্মবহির্ভুত রাজনৈতিক দলে পরিণত করতে হবে। এতে আরো বলা হয়, মাদ্রায় অধ্যয়নরত সব শিক্ষার্থীকে গতানুগতি স্কুল ব্যবস্থায় আত্তীকরণ করতে হবে। পিটিআই, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।