Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপটে নিরীহ ব্যক্তির জমি দখল

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১১ পিএম

টাঙ্গাইলের সখিপুরে উপজেলা গেইটের সামনে সখিপুর মৌজার ৪৪১নং দাগের আধা শতাংশ জমি জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলকৃত জমির মূল্য প্রায় ২০লাখ টাকা। জানা গেছে,সখিপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আ.লীগ সম্পাদক শওকত শিকদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন অসহায়,নিরীহ জমির মালিক আব্দুল মান্নান। তিনি বলেন, শওকত শিকদার বিল্ডিং করার পূর্বে আমিন এর মাধ্যমে পরিমাপ করে আব্দুল মান্নানের জমি রেখে বিল্ডিংয়ের জন্য ভেক্যুদিয়ে গর্ত তৈরী করা শুরু করেন। গর্ত করার সময় আব্দুল মান্নানের আধাশতাংশ জমি জবর দখল করে ফেলেন এবং সীমানার চিহ্ন হিসাবে আমগাছ ও টয়লেটের স্লাব ভেঙ্গে ফেলে। জমি জবরদখলের বিষয়ে আব্দুল মান্নান বার বার শওকত শিকদারকে বলার পরও তালবাহানা করছেন বলে আব্দুল মান্নান জানান।আব্দুল মান্নান আরো জানান, আজ শনিবার(২২.০২.২০২০ইং) আমাকে আসতে বলে শওকত শিকদার বরিশাল চলে গেছে। দখলকৃত জমিতে আব্দুল মান্নান কাজ বন্ধ রাখার জন্য বললেও কাজ বন্ধ না করে আরো দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে জমির মালিক আব্দুল মান্নান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দখল

১৩ ডিসেম্বর, ২০২২
১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ