বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় রামনাবাদ চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে মাসুম সরদারের (২৮) লাশ ৬৫ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে লাশটি রামনাবাদ চ্যানেলের চারিপাড়া সংলগ্ন নদী থেকে জেলেরা ভাসমান অবস্থায় উদ্ধার পায়রা বন্দর কোষ্টগার্ড। নিহত মাসুম সরদার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আফেজ সরদারের ছেলে।
স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, গাইয়াপাড়া নদীতে জাল পেচানো অবস্থায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে তারা পায়রা বন্দর কোষ্টগার্ডে খবর দিলে কলাপাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে ।
গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ফিসিং বোডের ধাক্কায় একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। এসময় ডুবে যাওয়া ট্রলারে থাকা সাত জেলে উদ্ধার হলেও নিখোজ হয় মাসুম সরদার। পরে অনেক খোজাখুজির পর রাবনাবাদ চ্যানেলে তার লাশ ভাসতে দেখে জেলেরা।
পায়রা বন্দর নৌ-পুলিশ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।