Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ৪ মোটরসাইকেল সহ চোর চক্রের ৭ জন গ্রেফতার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:১৯ পিএম

বরিশাল নগরীতে মোটরসাইকেল চোর চক্রের ৭ জনকে মহানগর পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা ৪টি মোটরসাইকেল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, গত ৬ ফেব্রুয়ারী সকালে ষ্টিমারঘাট এলাকায় একটি মোটরসাইকেল চুরির চেষ্টাকালে মামুন হোসেন নামে একজনকে স্থানীয় লোকজন হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মামুন পুলিশী জিজ্ঞাসাবাদের মুখে মোটরসাইকেল চোর চক্রের সন্ধান দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের একটি দল বরগুনা জেলা সদর ও বেতাগী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের আরও ৭ সদস্যকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় আরও ৩টি মোটরসাইকেল।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বরিশাল নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরি করে মামুন । ওই মোটর সাইকেল লাবু মীরা, নয়ন ও খান নামক তিন ব্যক্তির সহযোগিতায় বরগুনা, ভোলা, পিরোজপুর, খুলনা ও কক্সবাজার সহ বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয়া হয়। সেখানে ইঞ্জিন ও চেসিস নম্বর টেম্পারিংয়ের পর ভূয়া কাগজপত্র তৈরী করে তা বিক্রি করা হচ্ছিল ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ