যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
আগামী ২০ ফেব্রুয়ারি সিলেটের জকিগঞ্জের ফুলতলী বাদেদেওরাইল কামিল মাদরাসার শতবছর পূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সফলতা কামনা করে বিবৃতি পাঠিয়েছেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টার বার্মিংহাম ইউকের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ।
তিনি আজ (১৮ ফেব্রুয়ারি) দৈনিক ইনকিলাবে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আজ থেকে ১০০ বছর আগে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী গ্রামে যে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয় আজ সেটাই ফুলতলী বাদেদেওরাইল কামিল মাদরাসা নামে বিশ^বাসীর কাছে পরিচিত। মুজাদ্দিদে যামান হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলার তত্ত্বাবধানে এই মাদরাসাটি যুগের সেরা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। তাঁর খুলুসিয়ত ও ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি হয়েছেন লক্ষ লক্ষ আলেম, হাফিয ও কারীগণ। বর্তমানে এই মাদরাসা ও সংশ্লিষ্ট এতিমখানা তার সুযোগ্য সন্তান ও খলিফা আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর সার্বিক নির্দেশনায় পরিচালিত হচ্ছ্।ে অতীতে এই মাদরাসার খেদমত করে গেছেন ফুলতলী ছাহেবের পিতা মরহুম মুফতি মাওলানা আব্দুল মজিদ ছাহেব। চাচাতো ভাই মরহুম মাওলানা ফাতির আলী ছাহেব। যুগে যুগে বুযুর্গ আলেমদের স্মৃতিধন্য এই মাদরাসা নায়েবে নবী ও আশিকে রাসূল বানানোর মারকাজ। ফুলতলী ছাহেব কিবলার স্মৃতিবিজড়িত এখন একটি মহিরুহ প্রতিষ্ঠান হিসাবে বহির্বিশে^ও সমাদৃত।
বিবৃতিতে আল হাফিয সাব্বির আহমদ আরো বলেন, এই প্রতিষ্ঠানের বরণীয়, স্মরণীয় ছাত্র-শিক্ষকরা কোটি কোটি মানুষকে পথের দিশা দেখিয়ে যাচ্ছেন। পরিশুদ্ধ ইমান-আকিদার তালিম দিচ্ছেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা ও দর্শন বিস্তারে কাজ করছেন।া
তিনি এই মাদরাসার শতবর্ষপূর্তি অনুষ্ঠানের সফলতা ও জন্মলগ্ন থেকে মাদরাসার সাথে যারা জড়িত ছিলেন ও বর্তমানে যারা খেদমতে আছেন সকলের ইহ ও পরকালীন মুক্তি ও কল্যাণ কামনা করেন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।