Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস : মৃতের সংখ্যা বেড়ে ১৮৬৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩০ এএম | আপডেট : ১:২৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২০

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৬৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭২ হাজার ৪৩৬ জনে।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

চীনা সরকার বলছে, দেশজুড়ে আরো ১৮৮৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের বেশিরভাগই হুবেই প্রদেশের। আর দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৪৩৬ জন।

গতকাল সোমবার ৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ৯৩ জন হুবেই প্রদেশের। এছাড়া এদিন নতুন করে আক্রান্ত হওয় লোকদের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনা ভাইরাস ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে।একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখন পর্যন্ত এই ভাইরাস অন্তত ২৪টি দেশে শনাক্ত হয়েছে।

সূত্র : আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ