রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরে সুশাসন সংহতকরণ শীর্ষক ২ দিনের কর্মশালা শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, এনডিসি। মহাপরিচালক শাহিন ইসলাম বলেন, সরকার ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের অভিষ্ঠ লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের জনগনের মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি ইতোমধ্যে জাতীয় প্রবৃদ্ধি ৮ শতাংশ অতিক্রম করেছে। এখন প্রয়োজন এই উন্নয়নের মূল ধারায় সাধারণ জনগনকে সম্পৃক্ত করা। তাদের সেবা প্রাপ্তির অধিকার, দুর্নীতি রোধ করা ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে সরকার যে কৌশল নির্ধারণ করেছে তা জনগনকে জানাতে হবে। এক্ষেত্রে সংবাদ মাধ্যমে কর্মরত কর্মীরা জনগনের সাথে সরকারের মেলবন্ধন রচনা করতে পারেন।
মন্ত্রী পরিষদ বিভাগ, ব্রিটিশ কাউন্সিল ও ইউরোপীয়ান ইউনিয়নের সহযোগিতায় ‘প্লাটফর্ম ফর ডায়ালগ’ প্রকল্পের আওতায় এই কর্মশালায় সভাপতিত্ব করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।