রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় চাচা শুকুর আলী মোল্লাকে (৬০) পিটিয়ে হত্যা করলো ভাতিজা দেলোয়ার মোল্লা। দেলোয়ার মোল্লা নিহত শুকুর আলী মোল্লার বড় ভাইয়ের ছেলে। উভয়ের বাড়ি গোয়ালন্দ উপজেলার নবুওছিদ্দিন পাড়া।
পুলিশ ও নিহত পরিবারের সদস্যরা জানান, বাড়ির সামনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ২ পরিবারের মধ্যে বিরোধ ছিল। গত শনিবার সকালে নিহত শুকুর আলী মোল্লার একটি দোকান ভাতিজা দেলোয়ার মোল্লা ভেঙে দেয়। এ সময় শুকুর আলী মোল্লা বাধা দিলে তাকে লাঠি দিয়ে এলাপাথারি আঘাত করে ভাতিজা দেলোয়ার।
এলাকাবাসী আহত শুকুর আলী মোল্লাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। রোববার সকাল ১০ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আসামিদের গ্রেফতার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।